Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

  এক নজরে যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যাদিঃ

১। জেলা কার্যালয়ের নামঃ উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুর।

২। অফিস স্থাপনঃ উন্নয়ন প্রকল্পের আওতায় ০১-০১-১৯৯৫ থেকে গাজীপুর জেলায় সহকারী পরিচালকের কার্যালয় অফিস স্থাপন করা হয়। বর্তমানে (২০০৮-২০০৯ অর্থ বছর থেকে) যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়টি উপ-পরিচালকের কার্যালয় হিসাবে  কার্যক্রম পরিচালনা হচ্ছে।

৩। বর্তমান অফিস ঠিকানাঃ শহীদ আহসান উল্লাহ মাস্টার যুব প্রশিক্ষণ কেন্দ্র ও উপপচিালকের কার্যালয়, ছোট দেওড়া, (কাজীবাড়ী) , ধীরাশ্রম রোড, গাজীপুর।   ফোনঃ 0222-4423191 (দাপ্তরিক)

৪। প্রশিক্ষণঃ

যুব সমাজকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করে সঠিক দিক নির্দেশনা, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর এর গাজীপুর জেলা ও উপজেলা কার্যালয়ে মোট ৮৪৩৯৬ জনকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

৫। আত্মকর্মীঃ

যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মী হয়েছেন অনেকেই। ৪৬৫০০ জনকে আত্মকর্মী করা হয়।

 

 ৬। যুব ঋণঃ

প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণের জন্য ঋণ সহায়তা প্রদান করা হয়ে থাকে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দুই ধরণের ঋণ সহায়তা প্রদান করা হয় (ক) পরিবারভিত্তিক কর্মসূচী ঋণ ও (খ)   আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচী ঋণ। গাজীপুুর জেলায় মোট ৬৭৪৬ জনকে ৫২,৬১,০৯,৫০০/-টাকা ঋণ বিতরণ করা হয়।

 

৭। যুব সংগঠন রেজিষ্ট্রেশনঃ

 

প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রমের পাশাপাশি যুব সংগঠনসমূহকে সামাজিক সচেতনতা/সমাজসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহকে তালিকাভূক্ত করা হয়। তালিকাভূক্তি যুব সংগঠনসমূহকে যুব কার্যক্রম বাস্তবায়নে সম্পৃক্ত করা হয়। তালিকাভূক্ত যুব সংগঠনসমূহকে ডিসেম্বর ২০২১ এর মধ্যে স্বীকৃতি প্রদানের মাধ্যমে তাদেরকে রেজিষ্ট্রেশনের আওতাভূক্ত করা হয়। গাজীপুর জেলায় এ পর্যন্ত মোট ৮৭টি যুব সংগঠনকে রেজিষ্ট্রেশন দেয়া হয়।

 

৮। জাতীয় যুব পুরস্কারঃ

 

যুব কার্যক্রমে অভাবনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ গাজীপুর জেলায় ১২ জন আত্মকর্মীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। 

 

৯। নন-ট্যাক্স রেভিনিউ (ভর্তি ফি, ঋণের আবেদনপত্র বিক্রয় এবং জলাশয় ইজারা) ঃ গাজীপুর জেলায় এ পর্যন্ত মোট  ৪৭,২৬,৯৮৭/-টাকার  নন-ট্যাক্স আদায় করা হয়।

 

১০। যুব প্রশিক্ষণ কেন্দ্রঃ

 

যুব প্রশিক্ষণ কেন্দ্র  নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ০২ একর বিশিষ্ট জায়গার উপরে গাজীপুর শহরের নিকটবর্তী ছোট দেওড়া মৌজায় ইতিমধ্যে সকল বিল্ডিং  ও অন্যান্য কাজ এর ১০০% সম্পন্ন হয়েছে।

 

১১। বায়োগ্যাস প্লান্ট প্রকল্প (ইমপ্যাক্ট ফেজ-২)

 

 এ পর্যন্ত মোট ৫০০ জনকে  প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ৪২২ টি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মিত হয়েছে। ঋন বিতরণ করা হয় ৬৩,৪৫,০০০/- টাকা মাত্র। ইমপ্যাক্ট প্রকল্পে ০২ (দুই) জন কর্মকর্তা/কর্মচারী বর্তমানে কর্মরত আছেন। পূবাইল, বাড়িয়া, মির্জাপুর ও ভবানীপুর, কালনী, বিন্দান ও ইছর ইউনিয়ন এলাকায় বায়োগ্যাস প্লান্টের কাজ চলছে।

 

 

    মোঃ হারুন অর রশীদ খান

            উপ-পরিচালক

     ফোনঃ 0222-4423191

   ই-মেইল: ddgazipur@dyd.gov.bd