জাতীয় যুব পুরস্কারঃ
যুব কার্যক্রমে অভাবনীয় অবদানের স্বীকৃতি স্বরুপ গাজীপুর জেলায় ৩ জন আত্নকর্মীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। যা নিমণরম্নপঃ
ক্রঃ নং |
নাম |
উপজেলা |
পুরস্কার প্রাপ্তির সাল |
১ |
জনাব মোঃ মঞ্জুরম্নল ইসলাম ভহইয়া |
গাজীপুর সদর |
১৯৯৪ |
২ |
জনাব আফরোজা বেগম |
গাজীপুর সদর |
২০০১ |
৩ |
জনাব ফিরোজা আক্তার বিফা |
কালিয়াকৈর |
২০০৬ |
তা ছাড়া বেকার যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে ও ঋণ প্রদান করে তাদেরকে আত্বকর্মি হিসেবে গড়ে তুলা হচ্ছে। ফলে বেকারত্ব রোধ হচ্ছে।
সাধারন তথ্যঃ
প্রতিষ্ঠানের নামঃ যুব উন্নয়ন অধিদপ্তর
Department of Youth Development (DYD)
যুব উন্নয়ন অধিদপ্তর, দেশের অসংগঠিত কর্মপ্রত্যাশী যুব গোষ্ঠীকে সু-সংগঠিত, সুশৃঙ্গল এবং উৎপাদনমুখী শক্তিতে রম্পামত্মরের ল‡ক্ষ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের উপর অনেকাংশেই নির্ভরশীল। যুব সমাজের মেধা, সৃজনশীলতা ,সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশের যুব সমাজ জাতির ভবিষ্যৎ কর্ণধার ও নীতি নির্ধারক। জাতীয় যুব নীতি অনুসারে বাংলাদেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী জনগোষ্ঠীকে যুব হিসাবে গণ্য করা হয়। জনসংখ্যার এক তৃতীয়াংশ এই যুব সম্প্রদায়ের আনুমানিক সংখ্যা প্রায় ৫ কোটি। বেকার যুবদের উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে এনে দেশ গঠনে অংশগ্রহণ বাড়াতে যুবদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা হয়, প্রশিক্ষণ পরবর্তী প্রকল্প গ্রহণকারীদের মধ্যে ঋণ প্রদান করা হয়। প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবদি যুব উন্নয়ন অধিদপ্তর, দেশের যুব সমাজের সার্বিক কল্যানর জন্য বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুগামত্মকারী প্রচেষ্ট চালিয়ে যাচেছ।
যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুরের কার্যপরিধিঃ
ক) যুবদের কল্যান, প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ক সকল কার্যাদি।
খ) উন্নয়ন কর্মকান্ডে যুবদের স্বেচ্ছায় অংশগ্রহণে উৎসাহিত করা।
গ) যুব পুরস্কার প্রদান।
ঘ) যুবদের দায়িত্বশীল , আত্নবিশ্বাসী , এবং অন্যান্য মানবিক গুনাবলি অর্জনে উৎসাহ
প্রদানে কর্মসূচী গ্রহণ।
ঙ) বেকার যুবদের জন্য কর্মসংস্থানের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS